চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি পিএসজি-বায়ার্ন
Advertisements

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনালে রাতে মুখোমুখি হতে যাচ্ছে ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজি এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

শিরোপা জয়ের মধ্য দিয়ে অভিষেক ফাইনাল চির স্মরণীয় করে রাখতে চায় ফরাসী ক্লাব পিএসজি। তবে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিজেদের করে রাখতে চায় দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছে বায়ার্ন। অন্যদিকে দারুণ রক্ষণাত্মক ভাগ নিয়ে অন্যান্য দলের তুলনায় কম গোল হজম করেছে পিএসজি। বিপরীতমুখী এই দুই কম্বিনেশনের কারণে এবার উপভোগ্য এক চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ম্যাচের আশা করতেই পারেন দর্শকরা।

স্যামি এখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন দেখেন

তারকায় ঠাসা দুই দলই প্রস্তুত ধ্রুপদী এক ফাইনালের জন্য। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে উঠেছে ডি মারিয়া, নেইমার, এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজি। গ্রুপ পর্ব থেকেই দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে এসেছে দলটি। ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে পিএসজি’র।

অন্যদিকে, ১০ বার চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল খেলে পাঁচবারই ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে বায়ার্ন মিউনিখের। তাই জয়ের সেই ধারা অব্যহত রাখতে চায় মুলার, জিনব্রি, লেওয়ানডেস্কিদের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া জার্মান এ ক্লাবটি।

করোনাভাইরাস মহামারির কারণে অনেকটাই বর্ণহীন ছিল এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর। সংক্রমণ রোধে অন্যান্য ম্যাচের মতো এই লিগের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য মাঠে।

Advertisements