ভালুকায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৬
Advertisements

ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একটি শিশু, দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভালুকায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৬
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, আজ সকালে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি বাসের সামনের অংশের নিচে পড়লে প্রায় ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে থাকা ছয় যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রাইভেটকারটি কেটে লাশ উদ্ধার করে।
। এতে আহত হন বাসের ১০ যাত্রী।
বাসটি হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল আর প্রাইভেটকারটি যাচ্ছিল ময়মনসিংহে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Advertisements