ইউটিউবারদের ড্রোন ফুটেজ দেখে সকলের মন ভরে যায়। ফটো, ভিডিয়ো তুলতে ভালোবাসেন, এমন অনেকেই ড্রোন কিনতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভাল ড্রোনের বিপুল দাম। এবার সেই চাহিদা মেটাতেই নতুন প্রযুক্তির উপর কাজ করছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সংস্থা এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা তাদের স্মার্টফোনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে।
ভিভোর এই প্ল্যানের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্ল্যান অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিছিন্ন হয়ে যাবে মূল বডি থেকে। এটিই ফোনকে রিমোট হিসাবে ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনের মতোই। থাকছে চারটি ফ্যান, দুটি ইনফ্রারেড সেন্সরও।
গত বছরেই এই প্রযুক্তির পেটেন্ট জমা করেছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে, আদৌ আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা। তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসাবেও প্রকাশ করা হয়, তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।