গাজীপুরে করোনায় মৃত্যু দু'জনের, আক্রান্ত ৮৩ জন
Advertisements

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ২৪৪ জনে দাঁড়িয়েছে। আপর দিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৬৯ জন দাঁড়িয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান,২৭৮ জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় জেলার ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪০ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, কালিয়াকৈর উপজেলায় ১০ জন, কাপাসিয়া উপজেলায় ৯ জন ও শ্রীপুর উপজেলায় ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ২৯৩ জন, কালীগঞ্জে ৮৯৪ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩২৮ জন, কাপাসিয়ায় ৮২৫ ও শ্রীপুরে ১ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছেন। তবে এ পর্যন্ত জেলায় নতুন চারজনসহ মোট ২৪৪ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫ জন।

গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় বাইকচালক নিহত

Advertisements