গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৪ জুন) সকালে রাজু সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা মাঝুখান বাজারে লিটনের সেলুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হয়। মুহুর্তের মধ্যে আগুন ওই মার্কেটের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে ।
প্রথমে এলাকার স্থানীয় পান্ডা ফ্যাক্টরির ম্যানাজার সুমন বর্মন এর নির্দেশে ওই ফ্যাক্টরির টিম ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
প্রতিনিধি/ইয়ামিন হোসেন পাটোয়ারী