গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
Advertisements

অন্যায় ভাবে শ্রমিক ছাঁটাই, শ্রম আইন অনুসরণ না করা ও মারধরের প্রতিবাদে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, রাজেন্দ্রপুর বি কে বাড়ি এলাকার হরাইজন গ্রুপের ওই কারখানায় কাজ করতে যান তারা। এসময় কারখানা কর্তৃপক্ষ অন্তত ৫০জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে কারখানা ফটকে আটকে দেয়। এর প্রতিবাদ করতে গেলে কারখানার নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকজনকে শারীরিকভাবে হেনস্থা করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাইকৃত শ্রমিকদের জোরপূর্বক রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে তাদের পাওনাদি পরবর্তী সময়ে দেওয়া হবে বলে শ্রমিকদের জানিয়ে দেন।

শ্রমিকদের দাবি, শ্রম আইন না মেনে অন্যায়ভাবে অর্ধশত শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি হননি।

Advertisements