হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ক্যাম্পাসে “বঙ্গবন্ধু চত্বর” স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৭ মার্চ’২১ রোজ রবিবার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ অংশগ্রহণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে “বঙ্গবন্ধু চত্বর” স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের, অধ্যক্ষ,শিক্ষক সমিতির সভাপতি, গাজীপুর জেলা স্বাচিপের সিনিয়র সহ-সভাপতি, বিএমএ এর আজীবন সদস্য, অধ্যাপক ড. আবদুল কাদের,
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ্য পরিচালক জনাব ড. হাফিজুর রহমান, গাজীপুর জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ড. সুশান্ত কুমার,এবং জেলা বিএমএ এর সহ-সভাপতি ড. মনির চৌধুরী সহ ছাত্রলীগের নেতাকর্মীগণ।
উক্ত অনুষ্ঠানে শতামেক শাখা ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান জানান, পিতা মুজিবের আদর্শ জনে জনে ছড়িয়ে দিতে শতামেক ছাত্রলীগ বদ্ধপরিকর। মুজিব আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে এটাই আমাদের একমাত্র চাওয়া।