নবজাতক শিশুকে পাহারা দিল শিয়াল-কুকুর
Advertisements

ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজার জামে মসজিদের সামনে । মায়ের ফেলে যাওয়া সদ্য নবজাতক ছেলেসন্তানটি রাতভর কুকুর ও শিয়াল পাহারা দিয়েছে। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার সকালে ওই নবজাতকটি ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ভোরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে আসতে থাকলে ধীরে ধীরে শিয়াল-কুকুর নবজাতকটি ফেলে রেখে চলে যায়। কিছু দূরে দুটি কুকুর নবজাতক না নেয়া পর্যন্ত অপেক্ষা করে। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ওই কুকুর দুটির ছবি তুলতে গেলে বিকট শব্দে ঘেউ ঘেউ করে দৌড়ে চলে যায়।

পরে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিম রোবেল ওই নবজাতকটি তার হেফাজতে নেন। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক মানুষ ওই শিশুটি দেখতে বণিক সমিতির সভাপতি রবিউল করিম রোবেলের বাসভবনে এসে ভিড় জমায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাতে এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদে তালা লাগিয়ে চলে যাওয়ার পর বাজারের পাহারাদাররা মসজিদের সামনের মাঠ থেকে একজন বোরকা পরিহিত নারীকে বের হয়ে যেতে দেখেন। তখন তারা বিষয়টি অনুমান করতে না পারলেও নবজাতকটি উদ্ধারের পর তাদের ধারণা ওই নারীই নবজাতকটি মসজিদের সামনে রেখে যায়।

এ ব্যাপারে কালামপুর বাজার কমিটির সভাপতি মো. রবিউল করিম রোবেল বলেন, অবাক হলেও সত্য যে মায়ের ফেলে যাওয়া সন্তানটি মসজিদের সামনে রাতভর শিয়াল ও কুকুর পাহারা দিয়ে রাখে। পরে বুধবার ভোরবেলা ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা যখন মসজিদের সামনে যান, তখন আস্তে আস্তে ওই নবজাতক রেখে শিয়াল-কুকুর চলে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি অপারেশন মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, নবজাতকটি উদ্ধারের পর বাজার কমিটির সভাপতি মো. রবিউল করিম রোবেল বুধবার সকালে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নবজাতকটির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Advertisements