গাজায় শহীদের সংখ্যা ৯ হাজার ৬১
Advertisements

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (৩০ নভেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইলি বাহিনীর আক্রমণে কমপক্ষে ৩৫৭ ফিলিস্তিনি নিহত এবং ৯০৩ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সংস্থাটি জানায়, ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ৫৯১ বার। এসব লঙ্ঘনের মধ্যে সরাসরি বেসামরিক মানুষের ওপর গুলিবর্ষণ, বাড়িঘর ও আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ, তাঁবু ধ্বংস এবং বিনা বিচারে ৩৮ ফিলিস্তিনিকে আটক করার মতো ঘটনা রয়েছে।

মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এসব হামলা নিয়মতান্ত্রিক অপরাধ এবং গাজার জনগণের ওপর সম্মিলিত শাস্তি হিসেবে দেখা যাচ্ছে, যা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। ইসরাইলি হামলা বন্ধ এবং চুক্তি সম্পূর্ণভাবে কার্যকরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যস্থতাকারী দেশসমূহ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তুরস্ক, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতি চুক্তি গত ১০ অক্টোবর কার্যকর হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশ নারী ও শিশু। চুক্তির প্রথম ধাপের অন্তর্ভুক্তি হিসেবে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের মুক্তি, গাজার পুনর্গঠন এবং হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

Advertisements