যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি
Advertisements

যুক্তরাষ্ট্রের হিউস্টন ও নিউইয়র্কের জামাইকা এলাকায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন বাংলাদেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক আহমেদ ও ফারহানা আনাম।

সেমিনারে বক্তারা বাংলাদেশে আইভিএফ চিকিৎসা, সারোগেসি এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সারোগেসি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডাক্তার মোশতাক আহমেদ বলেন, “সারোগেসি মানে অন্য একজন নারীর গর্ভাধান ব্যবহার করা। তবে বর্তমানে তৃতীয় পক্ষের অংশগ্রহণ অনুমোদিত নয় — অন্তত এখনই নয়। ইসলামে এ বিষয়ে কিছু ভিন্নধর্মী আলোচনা রয়েছে, যা নিয়ে এখনও গবেষণা চলছে। আমি ডাক্তার; এটি আমার ফতুয়া নয়, কেবল বিধান নিয়ে আলোচনা।”

বক্তব্যে ডাক্তার ফারহানা আনাম জানান, পুরুষের বয়স ৩৫-এর বেশি হলে সন্তান জন্মদানে জটিলতা দেখা দিতে পারে। তিনি আরও বলেন, “আমাদের ক্লিনিকে এখন পর্যন্ত ১,০০০ থেকে ২,০০০ শিশু জন্ম নিয়েছে। কিন্তু এর মধ্যে একটিও সারোগেসির মাধ্যমে জন্মায়নি। বাংলাদেশে চিকিৎসার মাধ্যমেই নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ সম্ভব।”

বিশেষজ্ঞদের ভাষ্য—যুক্তরাষ্ট্রে একটি আইভিএফ চক্রের ব্যয় যেখানে ৪০,০০০ থেকে ৪৫,০০০ ডলার, সেখানে বাংলাদেশে একই চিকিৎসা সম্পন্ন হয় মাত্র ৪,০০০ থেকে ৫,০০০ ডলারে। ফলে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে চিকিৎসা নিতে আগ্রহ দেখাচ্ছেন।

সেমিনারে আইভিএফ ছাড়াও হরমোনজনিত সমস্যা, প্রজনন ক্ষমতা বৃদ্ধি এবং বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা আশা করেন, এমন কার্যক্রম যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বাড়াবে।

Advertisements