রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার। আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাকসু নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়,
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্রার্থী আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৩৮৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫,৮৮৩ ভোট।
এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট।
ফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন,
“নির্বাচন আয়োজন করতে গিয়ে নানা বাধার মুখে পড়েছি। এমনও সময় এসেছে যখন মনে হয়েছে নির্বাচন আর সম্ভব নয়। কিন্তু উপাচার্য বলেছেন, যেভাবেই হোক নির্বাচন হবেই। অবশেষে ১৬ অক্টোবর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ছিল। তারা বলেছেন, আমরা যেমন নির্বাচন চেয়েছি, তেমনই নির্বাচন হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন আয়োজনের সার্থকতা শিক্ষার্থীদেরই প্রাপ্য। ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন আমরা শিক্ষার্থীদের জন্যই উৎসর্গ করছি।”
এ সময় রাকসু নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।





































