রূপনগরে পোশাক কারখানায় আগুন
Advertisements

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়িতে অবস্থিত একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬-এ দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। স্বজনরা ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন নিখোঁজ ও আহতদের খোঁজে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মৃতদেহের বেশির ভাগের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে। এছাড়া আহত বা দগ্ধ কয়েকজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ভবনে রাসায়নিক পদার্থ থাকার কারণে এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধারকাজ করতে কর্মীদের কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

Advertisements