শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক
Advertisements

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনাল থেকে পরোয়ানাগুলো আইজিপি ও সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বুধবার গুমের দুই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের মাধ্যমে বিচার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর প্রসিকিউশন আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। ট্রাইব্যুনাল আবেদনটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং তাদের গ্রেপ্তার করে আগামী ২২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিজিএফআইয়ের পাঁচ সাবেক মহাপরিচালক, র‌্যাব, সিটিআইবি ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তারা। মোট অভিযুক্তদের মধ্যে ২৩ জন সামরিক কর্মকর্তা, যাদের মধ্যে ১১ জন বর্তমানে সক্রিয় দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে তিন লেফটেন্যান্ট জেনারেল, পাঁচ মেজর জেনারেল, ছয় ব্রিগেডিয়ার জেনারেল, তিন কর্নেল এবং পাঁচ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা রয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানায় নাম থাকা সব অভিযুক্তকে দ্রুত আটক করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। আগামী ২২ অক্টোবর মামলাগুলোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Advertisements