বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, তাহলে বিএনপির কিছু করার নেই। মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে তিনি এই মন্তব্য করেন।
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের নেওয়া সাক্ষাৎকারে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক, ব্যক্তিগত নয়। বিএনপি চায় এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন আয়োজন করুক। সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, বিএনপির নয়। তিনি বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির মূলনীতি হবে—‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে দলের কূটনৈতিক নীতির ভিত্তি।
সীমান্ত ও পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ তার ন্যায্য হিস্যা দাবি করবে। তিনি বলেন, “অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই, আর আমি দেখতে চাই না যে আবার কোনো ফেলানী ঝুলে আছে। আমার দেশের মানুষের ওপর আঘাত এলে আমরা তা মেনে নেব না।”
এর আগে সোমবার প্রকাশিত সাক্ষাৎকারের প্রথম পর্বে তারেক রহমান জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিদ্ধান্ত নেবে জনগণ ও দল, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।





































