গাজাগামী ত্রাণবাহী নৌবহরে হামলা
Advertisements

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ফরাসি নাগরিক এমা ফোরো বিশ্বব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন।

বুধবার রাতে চালানো এই অভিযানে ফ্লোটিলায় থাকা স্বেচ্ছাসেবক ও কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এমা ফোরো নিজেও ফ্লোটিলায় স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন এবং তাকেও আটক করেছে ইসরাইলি বাহিনী।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ঘটনার পর তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে এবং আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি তুলেছে। স্পেন সরকারও ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইতালিতে ব্যাপক প্রতিবাদ ছড়িয়ে পড়ে—মিলান, তুরিন ও জেনোয়ায় বিক্ষোভ মিছিল হয়, নেপলস ও পিসায় ট্রেন অবরোধ করা হয়। বোলোনিয়ায় হাজারো মানুষ সমাবেশে অংশ নেয়।

গত মাসেও ইতালিজুড়ে ফ্লোটিলা সমর্থনে সাধারণ ধর্মঘট হয়, যেখানে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী যুক্ত হন। তখনও ৪০টিরও বেশি বেসামরিক জাহাজ ফ্লোটিলায় অংশ নেয়।

বিশ্বব্যাপী বিক্ষোভ

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি অভিযানের পর ব্রাসেলস, অ্যাথেন্স, বার্লিন ও বুয়েনস আইরেসসহ বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু ফিলিস্তিন নয়, আন্তর্জাতিক মানবাধিকার ও ত্রাণ কার্যক্রমের ওপরও সরাসরি আঘাত।

Advertisements