ফাইনালে পাকিস্তান
Advertisements

মাঠের ভেতর-বাইরের লড়াইয়ে প্রতিপক্ষকে পাত্তা না দেওয়ার কৌশলটা এবারও বজায় রাখে ভারত। ফাইনালে পাকিস্তানের সামনে ছিল জবাব দেওয়ার সুযোগ, সঙ্গে গ্রুপ পর্ব ও সুপার ফোরে হারের প্রতিশোধ নেওয়ারও সুবর্ণ সময়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি বাবর আজমরা। বরং ৫ উইকেটের জয় নিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় সূর্যকুমার যাদবের ভারত।

হাতের নাগালে থাকা ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। তবে মাঝপথে ব্যাট হাতে দৃঢ়তা দেখান তিলক ভার্মা। তাঁর অপরাজিত ৬৯ রানের ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে দেয়। ৫৩ বলের ইনিংসে আসে ৩ চার ও ৪ ছক্কা। সঙ্গী হিসেবে ছিলেন শিবাম দুবে (৩৩) ও সঞ্জু স্যামসন (২৪)। ভারতের জয় আসে ১৯.৪ ওভারে, ২ বল হাতে রেখেই।

এর আগে পাকিস্তান দুর্দান্ত সূচনা করেছিল। ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) উদ্বোধনী জুটিতে তোলেন ৮৪ রান। কিন্তু এরপরই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৩ রানের ব্যবধানে হারায় শেষ ৯ উইকেট। ভারতের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান থামে ১৪৬ রানে। সাইম আইয়ুব ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বল হাতে সবচেয়ে আলো ছড়ান কুলদীপ যাদব। ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ৪ উইকেট। সহায়তা করেন জাসপ্রিত বুমরাহ (২/২৫), অক্ষর প্যাটেল (২/২৬) ও বরুণ চক্রবর্তী (২/৩০)।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৪৬/১০, ১৯.১ ওভার
(ফারহান ৫৭, ফখর ৪৬; কুলদীপ ৪/৩০, বুমরাহ ২/২৫)

ভারত: ১৫০/৫, ১৯.৪ ওভার
(তিলক ৬৯*, দুবে ৩৩, স্যামসন ২৪; ফাহিম ৩/২৯)

ফলাফল: ভারত জয়ী ৫ উইকেটে
ম্যাচসেরা:তিলক ভার্মা
টুর্নামেন্টসেরা: অভিষেক শর্মা

এই জয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের ঘরে তুলল ভারত।

Advertisements