গাজা আগ্রাসন বন্ধ করতে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর
Advertisements

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫০২ জনে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

একই সময়ে আহত হয়েছেন আরও ২১৬ জন। ফলে এ পর্যন্ত ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৭ হাজার ৩৭৬ জনে।

মানবিক সহায়তা সংগ্রহের সময়ও ইসরাইলি বাহিনীর গুলি থামছে না। শুধু গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহকালে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে দুই হাজার ৫৩৮। আহত হয়েছেন ১৮ হাজার ৫৮১ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১২ হাজার ৯৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৫ হাজার ৩৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

অন্যদিকে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর দায়ে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও বিচারাধীন রয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

Advertisements