রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই মোড়টিতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।
আন্দোলনকারীরা জানান, বহুবার দাবি জানানো সত্ত্বেও এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। তাদের ভাষ্য, আহত এবং শহীদ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন। কিন্তু আশ্বাসের পর আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে তারা বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
জুলাই যোদ্ধারা বলেন, “জুলাই সনদ কোনো আবদার নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। সরকার যতদিন এ দাবি পূরণ না করবে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না।”
তারা আরও জানান, দাবি উপেক্ষিত হলে শাহবাগ মোড়েই অস্থায়ী মঞ্চ গড়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
অবস্থানকারীদের আন্দোলন ঘিরে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





































