উপদেষ্টা পরিষদ
Advertisements

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে চলা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের যে প্রথা চালু ছিল, তা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পূর্ববর্তী সরকার সরকারি দপ্তরগুলোতে এমন একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরকেও ‘স্যার’ বলে সম্বোধনের বিধান ছিল। বিষয়টি সামাজিক-প্রশাসনিকভাবে অস্বাভাবিক ও অযৌক্তিক হওয়ায় বর্তমান উপদেষ্টা পরিষদ একে বাতিলের সিদ্ধান্ত নেয়।

সভায় উপদেষ্টা পরিষদ আরও জানায়, পূর্ববর্তী সরকারের সময় জারি করা প্রোটোকল এবং পদমর্যাদাভিত্তিক সম্বোধন সংক্রান্ত নানা নির্দেশিকার পরিবর্তন ও সংশোধনের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যার সমন্বয়ক করা হয়েছে জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক মন্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসানকে।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে বিদ্যমান প্রটোকল ও সম্মানসূচক সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করবে।

Advertisements