আবাসন বৃত্তিসহ
Advertisements

আবাসন বৃত্তি চালু ও পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ চার দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় আন্দোলনস্থলে গিয়ে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

কাকরাইল মোড়ে আয়োজিত গণঅনশনে প্রায় পাঁচ হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নেন। ‘জবি ঐক্য’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় বিকেল ৩টা ৪৫ মিনিটে। এর আগে দুপুর সোয়া ২টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চার দফা দাবির মধ্যে ছিল—আবাসনের ব্যবস্থা, নির্ধারিত আবাসন বৃত্তি চালু, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নয়ন। দীর্ঘদিন ধরে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা রাজপথে নামে।

সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাবিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে অগ্রগতির বিষয়ে নিয়মিত অবহিত করা হবে।

Advertisements