বোয়িং চুক্তি
Advertisements

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে কাতারের ২০০ বিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (স্থানীয় সময়) সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কাতার এয়ারওয়েজের জন্য বোয়িং-এর কাছ থেকে ১৬০টি জেট কেনার এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, “চুক্তির মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি এবং এর আওতায় ১৬০টি জেট অন্তর্ভুক্ত রয়েছে। এটা দুর্দান্ত।” তিনি বোয়িং-এর সিইও কেলি ওর্টবার্গকে উদ্দেশ করে যোগ করেন, “তাহলে এটা একটা রেকর্ড, কেলি। বোয়িং-কে অভিনন্দন।”

চুক্তি স্বাক্ষরের আগে, সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছান ট্রাম্প। সেখানে বিলাসবহুল লুসাইল প্রাসাদে কাতারের আমির শেখ তামিমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটিতে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয় বর্ণাঢ্য সংবর্ধনা।

Advertisements