তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
Advertisements

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভোট পেতে হলে জনগণের কাছে যেতে হবে। সংস্কার কার্যক্রম টিকিয়ে রাখতে চাইলে তা বাস্তবায়ন করতে হবে জনগণের মধ্য দিয়েই। জনগণ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।”

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে আয়োজিত বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ—বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। মতপার্থক্য থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধান করে দেশকে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত সরকারগুলোর সময়ে দেশের বিচারব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাও বিপর্যস্ত। বিএনপি এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই সংস্কার ও পুনর্গঠনের কাজ শুরু করতে চায়।”

দিনব্যাপী এই কর্মশালায় দিনাজপুর জেলার উপজেলা পর্যায়ের ২২টি ইউনিটের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৪ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরাও নিজ নিজ জেলায় অনুষ্ঠিত অনুরূপ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপির এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সম্পর্কে তৃণমূল নেতাকর্মীদের অবহিত করা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

Advertisements