গাজায় মারা গেছে ইসরাইলের আরো ১ সেনা
Advertisements

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। এ নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে- গাজায় নিহত ইহুদিবাদী সেনারা সংখ্যা ২২৬- এ পৌঁছেছে।

গতকাল (মঙ্গলবার) ইসরাইলের বর্বর সেনারা উত্তর গাজায় আগ্রাসন চালানোর সময় মেজর পদমর্যাদার এক কর্মকর্তার মৃত্যুর কথা ঘোষণা করে। নিহত সেনা হলেন কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০১তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার মেজর ডেভিড শাকুরি।

এদিকে, গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরাইলি লোকজনের মুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালও তেল আবিবে হাজার হাজার মানুষের ব্যাপক বিক্ষোভ হয়েছে। তারা এক্ষুণি হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি সইয়ের মাধ্যমে স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানান। এসব বিক্ষোভের কারণে নেতানিয়াহুর সরকার মারাত্মক বেকায়দায় পড়েছে।

নেতানিয়াহু হামাসকে নির্মূল করে বন্দীদের মুক্তির আশা দিয়ে এসেছেন। কিন্তু তার কিছুই করতে পারেননি। বিক্ষোভকারীরা এখন বলছেন- নেতানিয়াহু বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে যুদ্ধ বন্ধ করতে চাইছেন না।

Advertisements