
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (৬ মার্চ) এক ফেসবুক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে মুশফিক ভক্তদের আবেগাপ্লুত করেছেন।
বিবৃতিতে মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ২৭৪টি ম্যাচ। ২৫৬ ইনিংসে তার সংগ্রহ ৭৭৯৫ রান। ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৪৪ রানের ইনিংসটি এখনো বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে স্মরণীয়।
কেবল ব্যাট হাতে নয়, উইকেটরক্ষক হিসেবেও রেখে গেছেন অসাধারণ অবদান। তার নামের পাশে রয়েছে ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং।
অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন।’
ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। এবার ওয়ানডে ফরম্যাটকেও বিদায় বললেন। তবে তার ক্রিকেটীয় যাত্রা এখানেই শেষ নয়। তিনি এখন পুরো মনোযোগ দিতে চান টেস্ট ক্রিকেটে, যেখানে নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে আরও বহুদিন সেবা দিতে চান।
মুশফিকুর রহিমের বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। নীরব যোদ্ধা হিসেবে পরিচিত এই ক্রিকেটার মাঠে তার সাহসিকতা, নিষ্ঠা ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে গড়েছেন অনন্য উচ্চতা।
ভক্তরা হয়তো তাকে আর ওয়ানডে ফরম্যাটে দেখতে পাবেন না, তবে তার রেখে যাওয়া অর্জন ও অবদান চিরকাল মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট।