বিনামূল্যে পানি বিতরণ
Advertisements

টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের সমাপনী মোনাজাত শেষে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করা হয়েছে। এ মহতী উদ্যোগের যৌথভাবে আয়োজন করে জাগ্রত তরুণ ফাউন্ডেশন গাজীপুর, গিভ এন্ড টেইক নেটওয়ার্ক ও টঙ্গী ফায়ার সার্ভিস কমিউনিটি ভলান্টিয়ার টিম।

টঙ্গী স্টেশন রোড এলাকায় এই পানি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন জাগ্রত তরুণ ফাউন্ডেশন গাজীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক ও টঙ্গী ফায়ার সার্ভিস কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার আল মাইন খান শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন জাগ্রত তরুণ ফাউন্ডেশন গাজীপুর এর উপদেষ্টা নিউটন খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম খান সাজিদ, দপ্তর সম্পাদক মৃদুল খান এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা, যাদের মধ্যে ছিলেন বাবলা, মারুফ, সামির ও আবির।

এছাড়াও গিভ এন্ড টেইক নেটওয়ার্ক এর পক্ষ থেকে শাকিল, রনি, বাবু ও তামিমসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জন্য এই উদ্যোগ প্রশংসনীয় হয়ে উঠেছে। পানির বোতল বিতরণের মাধ্যমে মুসল্লিদের কষ্ট লাঘব করতে পেরে সংশ্লিষ্ট সংগঠনগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisements