ফিলিস্তিনের গাজা উপত্যকার অবরুদ্ধ কামাল আদোয়ান হাসপাতাল সরাসরি ইসরাইলি সেনাবাহিনীর স্নাইপার হামলার শিকার হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানিয়েছেন, ইসরাইলি স্নাইপাররা হাসপাতালের চিকিৎসাধীন রোগী এবং আইসিইউ’র স্টাফদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
ডা. সাফিয়া বলেন, “গত সোমবার প্রথমবারের মতো স্নাইপাররা আইসিইউ স্টাফদের লক্ষ্যবস্তু বানায়। হাসপাতালের প্রতিটি জানালায় গুলির চিহ্ন দেখা যাচ্ছে। পুরো পরিস্থিতি আতঙ্কজনক এবং দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।”
হাসপাতালের পরিচালক সতর্ক করেছেন যে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে কামাল আদোয়ান হাসপাতাল রোগী এবং স্টাফদের জন্য কবরস্থানে পরিণত হবে। তিনি জানান, গুলির সময় ওয়ার্ডে থাকা রোগী, চিকিৎসক এবং অন্যান্য স্টাফরা চরম ঝুঁকির মুখে ছিলেন।
হাসপাতালের পরিচালক আরও জানান, স্নাইপারদের পাশাপাশি ইসরাইলি কোয়াডকপ্টার থেকেও হাসপাতালের ওপর গুলি চালানো হয়েছে। হাসপাতাল ভবন, এর আশপাশ এবং ভেতরে চলাচলকারী প্রতিটি মানুষ গুলির আওতায় ছিল।
হাসপাতালটির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. হুসাম। তিনি বলেন, “হাসপাতাল, রোগী এবং স্টাফদের রক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রয়োজন।”
ইসরাইলি সেনাবাহিনীর হামলার মধ্যে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় এমন হামলা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের নাগরিকদের মানবিক বিপর্যয়ে ঠেলে দিচ্ছে।বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।