গাজীপুরের কাপাসিয়া উপজেলার সামাজিক সংগঠন জনতার বন্ধু ফাউন্ডেশন কর্তৃক ফাউন্ডেশনের ৫ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু করে ৪ টা পর্যন্ত এ আয়োজন চলেছে।
উক্ত মিলনমেলায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি শরীফ উদ্দিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজ। দেশের বিভিন্ন জায়গা থেকে ও জনতার বন্ধু ফাউন্ডেশনের সদস্য,শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীসহ মোট ২৬৩ জন স্বেচ্ছাসেবক নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনতার বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ উদ্দীন বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া জনতার বন্ধু ফাউন্ডেশন ১৪ টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গাজীপুর জেলাসহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় রক্তদানের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। তিনি ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, অন্যান্য সংগঠন ও এলাকাবাসীসহ যারা সাহায্য সহযোগিতা করে ফাউন্ডেশনকে গতিশীল রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমরা আশা রাখি পরবর্তীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। উক্ত মিলনমেলায় আগত সকল সংগঠনের সদস্য,শুভাকাঙ্ক্ষীগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, ইস্পাহানি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন, র্যাবের উপপরিচালক মোশাররফ হোসেন, ডাক্তার আবুল হাশেমসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।