চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। চেকপ্রজাতন্ত্রের পুলিশ বিভাগ এ তথ্য দিয়েছে।
চেক পুলিশের প্রধান মার্টিন ভন্ড্রাসেক জানান, বন্দুকধারী প্রাগের চার্লস ইউনিভার্সিটির কলা অনুষদের একজন ছাত্র ছিলেন। প্রাগ শহরের পুলিশ এবং উদ্ধারকারী সংস্থার মতে, গোলাগুলির পর বন্দুকধারীও মারা গেছে। তার নিষ্প্রাণ দেহ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাওয়া গেছে। এ ঘটনার কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসেন।
পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুকধারীর বয়স ২৪ বছর। প্রাগ শহরের ২১ কিলোমিটার দূরের একটি গ্রামের বাসিন্দা সে। পুলিশ আরো বলেছে, সন্দেহভাজন বন্দুকধারী ভার্সিটি ক্যাম্পাসে হত্যাকাণ্ড চালানোর আগে নিজের বাবাকে হত্যা করে।
এ ঘটনাকে আধুনিক চেকপ্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।