সম্প্রতি দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে থাকায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ৩৫০ টাকার পণ্য ২০০ টাকায় বিক্রি করেছে শ্রীপুরের ‘শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন’।
শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেকাসাহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মূল্য ছাড়ে পণ্য বিক্রির কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় এক লিটার সয়াবিন তেল, এক কেজি মুড়ি ও এক কেজি ছোলা বুট একসাথে ২০০ টাকা বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন বলেন, মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়। গরীব ও দরিদ্র মানুষের মাঝে গতকাল কাওরাইদ শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন নিজ কার্যালয়ে প্রায় ৪০০ টি পরিবারের মাঝে মূল্য ছাড়ে পণ্য বিক্রি করি। তারই ধারাবাহিকতায় আজ তেলিহাটি ইউনিয়নে প্রায় ১০০ পরিবারের মাঝে মূল্য ছাড়ে পণ্য বিক্রি করা হয়। বর্তমানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা চাই রমজান উপলক্ষে সকল ব্যাবসায়ী পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখুক। আরব দেশ গুলোতে রমজান মাসে দাম কম রাখে তাই তাদের মতো আমরাও আশায় রইলাম। সওয়ার হাসিলের উদ্দেশ্যে মূলত আমরা সমাজের মানুষের কল্যাণর স্বার্থে সব ধরনের কার্যক্রম চালিয়ে থাকি।
কম মূল্যে বিক্রির সময সেচ্ছায় শ্রম দেন শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের দায়িত্বশীল ও সদস্যরা। তারা হলেন, শেখ জামাল, সজীব ডালী, ইউনুস খান, ইয়াছিন আহম্মেদ রানা, জাকির মড়ল, ফাহাদ মন্ডল, শিহাব খান ও মিরাজসহ উপদেষ্টা সহ সকল সদস্য বৃন্দ।