দ্বিতীয় ধাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাপাসিয়া উপজেলার ৩ নং টোক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হোন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এম. এ জলিল।
গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন ৩ নং টোক ইউনিয়নে নৌকা মার্কায় এম এ জলিল ও আনারস প্রতীকে (স্বতন্ত্র) শরীফ আব্দুল ওয়াহিদ। সারাদিন ২৪ টি গ্রামের ১১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে নৌকা প্রতীক নিয়ে এম. এ জলিল লাভ করেন ১৪০১৯ ভোট এবং আনারস প্রতীকে শরীফ ওয়াহিদ লাভ করেন ১০২৪৯ ভোট। ৩৭৭০ ভোট বেশি পেয়ে নৌকা মার্কা নিয়ে এম এ জলিল বিজয়ী হয়েছেন।
ভাওয়াল বার্তা প্রতিনিধি নবনির্বাচিত চেয়ারম্যান এম এ জলিলের সাথে কথা বললে ‘তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনাকে নৌকা প্রতীক দেয়ায় কৃতজ্ঞতা স্বীকার ও ইউনিয়নের সর্বস্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিঃস্বার্থভাবে মাসব্যাপী নির্বাচন উপলক্ষে কাজ করার জন্য সকল কর্মীগণকে ধন্যবাদ প্রদান করেন। তিনি উন্নয়নের স্বার্থে উনাকে তথা আওয়ামীলীগ সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান’। শরীফ আব্দুল ওয়াহিদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনার সাথে যোগাযোগ করা যায়নি।