গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাপ তাড়ানোর বিষপানে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম সাঈম ইসলাম। সে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ভিটিপাড়া গ্রামের নাঈম ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালের দিকে ঘরের কোনায় রাখা সাপের বিষে মুখ দেয় সাঈম। পরে এলাকায় প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল আহসান জানান, সাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
শ্রীপুর থানার এসআই নাইমুল ইসলাম যুগান্তরকে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে কাপাসিয়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।