শহীদদের আত্মত্যাগের অবমাননা
Advertisements

৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে জড়ানো শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। প্রচলিত ধারার বাইরে গিয়ে বিএনপি জনগণমুখী রাজনীতি করতে চায়। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান এমন কোনো কাজে না জড়াতে, যাতে জনগণের মধ্যে দলের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। তার মতে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ। এ পথে বাধা এলে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান সহজ হবে এবং রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের নামে নির্বাচনী ব্যবস্থা পাল্টানোর অপচেষ্টা চলছে। পিআর পদ্ধতি জনগণকে ধোঁকা দেওয়ার সমান—কারণ এতে ভোটার জানবে না কাকে ভোট দিচ্ছে আর কে নির্বাচিত হবে। তিনি বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফাই সবচেয়ে বড় সংস্কার, যা বাস্তবায়ন হলে আর নতুন কোনো সংস্কারের দরকার নেই।

স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের জন্য কোনো ত্যাগ না করা গোষ্ঠী নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইছে। তার অভিযোগ, জামায়াত মৌলবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের অধিকার কেবল নির্বাচিত সংসদের হাতে থাকতে পারে, বাইরে কারও নয়। হাফিজ উদ্দিনের দাবি, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই অনেকে নির্বাচন ঠেকাতে চাইছে।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি স. ম. জিলানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব আহসান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নেতারা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং গুম হওয়া নেতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

Advertisements