31 steps successful
Advertisements

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভোটের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। শুধু মুখের কথায় আস্থা অর্জন হবে না, জনগণ জানতে চায় আমরা তাদের জন্য কী করব। আমাদের প্রতিশ্রুতি ও কাজের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখতে হবে।”

বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের জন্য আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, “আমরা একটি রাজনৈতিক দল। ভোট আমাদের মূল ভিত্তি। কিন্তু ভোটের পরই কাজ শেষ নয়। জনগণ দেখতে চায়, নির্বাচিত হলে আমরা তাদের জন্য কী করব। শুধু কথায় কাজ হবে না। আমাদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।”

তিনি আরো বলেন, “আমাদের দল বহু নির্যাতন সহ্য করেছে। শত শত নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই নির্যাতনের প্রতিশোধ তাদের মতো করে নেব না। আমাদের জবাব হবে ৩১ দফার সফল বাস্তবায়ন। জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই সব অন্যায়ের জবাব দেওয়া হবে।”

তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দলের ভেতর কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এদের শৃঙ্খলায় আনতে হবে। পরিবারের মতোই দলের ভেতরের ‘দুষ্টু সদস্যদের’ টাইট দিতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে নেতা-কর্মীদের সংযত আচরণ করতে হবে এবং জনগণের সেবা নিশ্চিত করতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, “গত ১৬ বছরে আমাদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে, তা নজিরবিহীন। হাজারো গায়েবি মামলা, সহকর্মীদের হত্যা, ব্যবসা ও বাড়িঘর ধ্বংস—এসব সত্ত্বেও আমরা আন্দোলনে আছি। আমাদের একমাত্র লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা।”

তারেক রহমান বলেন, “স্বৈরাচার যখন অস্ত্রের মুখে জনগণকে অধিকারবঞ্চিত করেছিল, তখন আমি বলেছিলাম, ‘টেক ব্যাক বাংলাদেশ’। এর অর্থ, জনগণের বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া। এটি বাস্তবায়নে আমাদের দায়িত্ব জনগণের আস্থা ধরে রাখা এবং তাদের জন্য কাজ করা।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

তারেক রহমানের বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের জন্য কাজ করার আহ্বান স্পষ্ট হয়ে ওঠে। তিনি দলের ভবিষ্যৎ পথচলায় ৩১ দফার বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

Advertisements