আবার গাজা উপত্যকায় হামলার পরিকল্পনা করছে ইসরাইলি মন্ত্রিসভা!
Advertisements

গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (৯ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল জাজিরা।

ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরাইল ও হামাস, উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরাইল তার সেনাবাহিনীকে নির্ধারিত সীমানায় সরিয়ে আনবে।”

হামাসের ঘোষণা

বৃহস্পতিবার ভোরে এক বিবৃতিতে হামাস জানায়, “গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।” সংগঠনটি আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ গাজার জনগণের জন্য একটি নতুন মানবিক অধ্যায়ের সূচনা করবে।

ইসরাইলের প্রতিক্রিয়া

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা এ চুক্তিকে স্বাগত জানাচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

পটভূমি

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ২০ দফা শান্তি পরিকল্পনার লক্ষ্য—গাজায় চলমান যুদ্ধের অবসান, জিম্মি মুক্তি, মানবিক ত্রাণ প্রবেশ এবং ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার পথ তৈরি করা।

চুক্তির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী পর্যায়ে যুদ্ধোত্তর পুনর্গঠন ও রাজনৈতিক সংলাপের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements