১০ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা
Advertisements

আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল। ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী।

গত ২৯ আগস্ট মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালায়। সে সময় পেন্টাগন দাবি করেছিল, কাবুল বিমানবন্দরে মোতায়েন মার্কিন সেনাদের জন্য বিরাট ঝুঁকি সৃষ্টি করেছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এজন্য দায়েশ সন্ত্রাসীদের ওপর ওই হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ড্রোন হামলার বিষয়টি ছিল মার্কিন বাহিনীর জন্য বৈধ অধিকার।

কিন্তু গতকাল শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে ঘোষণা করেছেন, সামরিক বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে যে, গত মাসের ড্রোন হামলায় যারা নিহত হয়েছে তারা সবাই বেসামরিক নাগরিক।

পার্সটুডে

Advertisements