ভারত স্বৈরাচারকে আশ্রয়
Advertisements

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে। সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রয়াত নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। এই বাড়ি নির্মাণে সহায়তা করেছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন, যার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তারেক রহমান বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গোলাম রব্বানীরা এমন বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে মানুষ কথা বলতে পারবে, তাদের কথা শোনা হবে। কিন্তু সেদিনকার স্বৈরাচারী শাসকরা তাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তাদের কথা শুনতে চায়নি।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারীরা হাজার হাজার গোলাম রব্বানীর মতো নেতা-কর্মীকে হত্যা করেছে। লাখ লাখ পরিবারকে নির্যাতনের শিকার করেছে। কিন্তু আজ সময় বদলেছে, স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে।”

তারেক রহমান সতর্ক করে বলেন, “যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে এবং বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উল্লেখ্য, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যু স্বৈরাচারী শাসনের নির্মম উদাহরণ হয়ে আছে।

Advertisements