সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার ইরান সফরে আসছেন
Advertisements

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ শনিবার ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে আসছেন। চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হওয়ার পর দ্বিপক্ষের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে এবং এর ধারাবাহিকতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে আসছেন।

ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের সময় ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে কয়েকটি সূত্র বলেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার তেহরান সফরের সময় সৌদি দূতাবাস উদ্বোধন করতে পারেন।
গত সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে। এছাড়া, সৌদি বন্দরনগরী জেদ্দায় ইরানি একটি কনসুলেট অফিস খুলেছে।

গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করার পর এক ঘোষণায় পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে বলেছিল, দুই দেশ এক অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

Advertisements