মমতা
Advertisements

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘হিটলারি কায়দায় দেশ চলছে, সম্পূর্ণ ফ্যাসিবাদী কায়দায় দেশ চলছে!’

সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে কৃষি বিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওই মন্তব্য করেন তিনি। খবর পার্সটুডে’র।

মমতা দিল্লি দাঙ্গার বিষয়ে ইঙ্গিত করে বলেন, ‘কেউ প্রতিবাদ করলে তাকে দাঙ্গায় জড়িয়ে দেওয়া হচ্ছে। যোগেন্দ্র যাদবদের মতো মানুষদেরও, এমনকী সীতারাম ইয়েচুরি চার্জশিটে তাদের নামও দেওয়া হয়েছে। সেখানে যারা দাঙ্গা করেছিল তাদের নাম নেই কেন?’

রোববার রাজ্যসভায় ধ্বনি ভোটে কৃষি বিল পাশ করানো প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষি বিল পাশ করিয়েছে তার প্রতিবাদে আগামীকাল তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেওয়া হবে। সংসদ চত্বরে আজ গান্ধী মূর্তির পাদদেশে ধর্না চলছে। রাতভর ওই ধর্না চলবে। অন্যান্য বিরোধীদলের নেতারাও সেখানে আছেন। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।’

মমতা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ব্ল্যাক সানডে, ব্ল্যাক সানডে হয়েই থাকবে। ওরা ইতিহাস মানে না। যা ইচ্ছে তাই করছে। নির্বাচন আসলেই হিন্দু না মুসলিম তাই দেখাবে। এই তো এদের কাজ। একটা কাজও ওরা করেনি। অর্থনীতিতে দেশ বসে গেছে।’

মমতা রাজ্য সরকারের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না অভিযোগে কটাক্ষ করে বলেন, ‘ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই! বিজেপি কেন্দ্রে যে বিল নিয়ে এসেছে তাতে স্পষ্ট যে এটা মজুদদারের সরকার হয়ে গেছে। কালোবাজারিদের সরকার হয়ে গেছে। রাজ্য সরকারের হাত থেকে অনেক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।’

‘মানুষ যদি খেতে না পায় বিজেপি জেনে রেখো আগামীদিন মানুষ কিন্তু সহ্য করবে না’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

Advertisements