সুপ্রিম কোর্ট বারে ভোট গণনায় হামলা
Advertisements

তারা সাইফ নামে এক সহকারি অ্যাটর্নি জেনারেলকে বেধড়ক পেটায়। তাকে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচন পরিচালনায় যুক্ত এক আইনজীবী মানবজমিনকে বলেন, ফজর নামাজের পরে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিছু বহিরাগতরা বারে প্রবেশ করে আইনজীবীদের মারধর করেছে।

এ সময় চাপের মুখে প্রধান নির্বাচন কমিশনার সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে জয়ী ঘোষণা করেন। তিনি যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে সরকার সমর্থক আইনজীবী ও সরকার সমর্থক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।

আমরা জানতে চাই নির্বাচন কমিশনার কোথায়? আমাদের ব্যালট বক্স কোথায়। আমরা আমাদের অভিভাবক প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। গত দুইদিন আইনজীবীরা সুন্দরভাবে স্বচ্ছ ভাবে ভোট দিয়েছে। আমাদের প্যানেলের আইনজীবীরা বিপুল ভোটে জয়ী হবেন আমাদের বিশ্বাস।

Advertisements