সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করল চীন
Advertisements

চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ঝুহাইতে শুরু হয়েছে বৃহত্তম এয়ারশো। সেখানে দেশটি প্রদর্শন করছে তার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি। পাশাপাশি রয়েছে দেশে তৈরি উন্নতমানের অস্ত্রশস্ত্র।

যখন আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে চীনের জন্য প্রতিনিয়ত সামরিক হুমকি আসছে এবং ভারত ও প্রশান্ত মহগাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক আগ্রাসনের আশংকা বাড়ছে তখন বেইজিং এই এয়ারশো’র আয়োজন করল।

আজ (মঙ্গলবার) শুরু হওয়া এয়ারশোতে চীন তার সিএইচ-৬ ড্রোন প্রদর্শন করেছে। এ ড্রোন গোয়েন্দাবৃত্তি ও সামরিক অভিযানে ব্যবহার করা হয়। এছাড়া, সীমান্ত নজরদারি ও সমুদ্র পাহারায় ব্যবহৃত ডাব্লিউ জেড-৭ ড্রোন এবং জে-১৬ ডি জঙ্গিবিমান ওড়ানো হয়েছে। এরইমধ্যে ড্রোন দুটি চীনা সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে। জে-১৬ বিমান শত্রুর ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতে জ্যাম সৃষ্টি করতে পারে।

চলমান প্রদর্শনীর মধ্যদিয়ে চীনের বিমান-যুদ্ধের সামগ্রিক অগ্রগতি ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

পার্সটুডে

Advertisements