শ্রীপুরে ১৪৪ ধারা লঙ্ঘনের পর মারধর
Advertisements

কারাগারে থাকা উকিলউদ্দিন


গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরকুল (মান্দায় ভিটা) গ্রামে জমি সংক্রান্ত জেরে মারামারিতে চারজন আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ওই মামলার আসামিরা হলেন, মইজউদ্দিনের সন্তান সাহাজ উদ্দিন ওরফে উকিল (৪২), রমিজউদ্দিন (৩২), তমিরউদ্দিন (৩৪), মো. হবি (৩৫), মো. আনিস (২৮), মো. হাবি (৩৮), মো. এখলাস (২২) ও বাচ্চু মিয়ার সন্তান মো. কাশেম (৪০)।

আহত সোয়েব জানান, ১৪৪ ধারা লঙ্ঘনের পর নির্মাণ কাজ প্রসঙ্গে জিগ্যেস করলে উকিল উদ্দিনের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়। একজন আসামি গ্রেফতার হলেও বাকিরা পলাতক রয়েছে৷ বাকিদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় শাস্তির দাবি জানাচ্ছি।

আহতরা হলেন, শামীমের সন্তান কাওসার (১৭), সোয়েবের স্ত্রী রোমানা (৩০), নুরুল ইসলামের সন্তান সোয়েব (৩৫) ও আনোয়ার (৪০)। কাওসারের অবস্থা এখনও আশঙ্কাজনক।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, মারামারির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করা হয়েছে। ওই মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisements