গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ও দুপুরে রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্বজনদের আবেদনের পর বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন—গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের বাসিন্দা ও পেশায় সাইকেল মেকানিক জয়নাল আবেদীন (৬৫) এবং শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৭৫)।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকার ইজ্জতপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন জয়নাল আবেদীন।
অন্যদিকে, দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশনের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান বৃদ্ধা আমেনা খাতুন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, “নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”





































