গাজীপুর জেলার শ্রীপুরে ‘নিউ এশিয়া ক্লিনিক এন্ড প্যাথলজি’ কর্তৃক ভুল রক্ত সঞ্চালনে এক প্রসূতির মৃত্যু হয়।
নিহত ওই নারী রুনা (২৫) পাগলা থানার গয়েশপুর পাইথল এলাকার স্বপন মিয়ার স্ত্রী। তার গর্ভে ৮ দিন পূর্বে সন্তান একটি ফুটফুটে জন্মগ্রহণ করে।
গত বুধবার (২ মার্চ) ওই নারী চিকিৎসার জন্য জন্য শ্রীপুর নিউ এশিয়ান ক্লিনিকে আসলে তাকে বি+ রক্তের বদলে বি- রক্ত দেওয়া হয়।
পরে রাতেই তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। নিহত রুনার এটা ছিল তৃতীয় সন্তান।
শুক্রবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নিহত রুনার স্বামী স্বপন আহমেদ। ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
শ্রীপুর চৌরাস্তায় অবস্থিত নিউ এশিয়া ক্লিনিক এন্ড প্যাথলজি সেন্টারে সরেজমিন গিয়ে দেখা যায় সব কক্ষে তালা ঝুলিয়ে দায়িত্বরত সকলেই পালিয়েছেন। এ বিষয়ে ওই ক্লিনিকের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।