শ্রীপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ইউএনও
Advertisements

গাজীপুরের শ্রীপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের রাজাবাড়ি ইউনিয়নের মালিপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি।

ইউএনও মো. তরিকুল ইসলাম জানান, তৃতীয় পর্যায়ে উপজেলায় ৪৫ পরিবার আধাপাকা ঘর পাচ্ছে। বিভিন্ন ইউনিয়নে ২৮টি ঘরের নির্মাণ কাজ চলছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী তাশজিদ আহমেদ প্রমুখসহ ইউপি সদস্যবৃন্দ।

Advertisements