গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝুঁকিতে রয়েছে আশেপাশের ৫০ টি বাড়ী ঘর।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মেশিনজুড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ জানান, আগুনের সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি।