শ্রীপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ
Advertisements

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী এক গৃহবধূ ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে মনির হোসেন নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মনির হোসেন স্থানীয় মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গত বুধবার মারধরের শিকার আলী হোসেনের প্রতিবন্ধী স্ত্রী মুক্তা (২০) বাদী হয়ে শ্রীপুর থানায় মনির হোসেন, জাহাঙ্গীর ও শিরীন আক্তারের নামে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনির হোসেনের ভাড়াটিয়া আবুল হোসেন প্রতিবন্ধী নারীকে কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলে। পরে ওই নারী তার স্বামীকে বাসায় গিয়ে জানান। তার স্বামী আলী হোসেন প্রতিবাদ করেন।

একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মনির হোসেন ওই দম্পতিকে বাসা থেকে ডেকে এনে মারধর করেন।

অভিযুক্ত বাড়িওয়ালা মনির হোসেন বলেন, আমি প্রতিবন্ধীর স্বামীকে মারধর করেছি। তবে প্রতিবন্ধী নারীকে মারধর করিনি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements