শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক
Advertisements

তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে পার্শ্ববর্তী দেশ সিরিয়াও কেঁপে উঠেছে। দেশ দুটিতে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। তুরস্কে নিহত হয়েছে ৭৬ জন। আর সিরিয়ায় ৪২ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পে ৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে চার শতাধিক।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই শতাধিক।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক ভবন ধসে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা অন্ধকার রাস্তায় জড়ো হয়েছে। উদ্ধারকর্মীদের অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক আট। এর কিছুক্ষণ পর আরো একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ছয় দশমিক সাত।

ভূমিকম্পটি রাজধানী আঙ্কারা এবং আরো কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত এবং অনেক লোক সেগুলোতে আটকা পড়ার খবর জানা গেছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : সিএনএন, আল জাজিরা

Advertisements