টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর
Advertisements

গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মে) দুপুরে টঙ্গীর বিসিক এলাকার একটি পোশাক কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। শিল্প পুলিশের পরিদর্শক (জোন-২) আব্দুল জলিল ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল বলেন, শ্রমিকরা দুই দিন ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে পাশের কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন।

কারখানা শ্রমিক মো. আতাহার জানান, কারখানা মালিক আমাদের বাৎসরিক ছুটির পাওনা টাকা চাইলে না দেওয়ার পাঁয়তারা করে আসছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গত সোমবার ও মঙ্গলবার কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ আজ সকালে কারখানা ফটকে বন্ধের নোটিশ টানিয়ে রাখে। এতে শ্রমিকরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে।

কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. আহম্মেদ হুসাইন বলেন, আমরা এ বিষয়ে বিজিএমইএর সভাপতির সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব।

Advertisements