বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মিছিল করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে মশাল মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাবিব উন নবী খান সোহেল বলেন, যদি দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আজ যে আগুন মশালে জ্বলছে, সে আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। সে আগুণে ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে। অবিলম্বে দেশনেত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দিন।