মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে এক শিশুসহ কমপক্ষে চার জন নিহত ও দুই জন আহত হয়েছে। আমেরিকায় প্রতিদিনই গুলির ঘটনা ঘটলেও গত দুই সপ্তাহে মৃত্যু হয়েছে তুলনামূলক বেশি।
গত ১৬ মার্চ আটলান্টায় গুলিতে ৮ জনের মৃত্যুর পর ২২ মার্চ কলোরাডোতে গোলাগুলিতে নিহত হয় আরও ১০ জন। স্থানীয় সময় বুধবারের গোলাগুলির ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরের একটি বাণিজ্য কেন্দ্রে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অরেঞ্জ শহরের পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে লিখেছে, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে থাকা হতাহতদের পরে উদ্ধার করা হয়।
লস অ্যাঞ্জেলেস সিটি নিউজ সার্ভিস (সিএনএস) ও টেলিভিশন চ্যানেল কেএনবিসি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় ৪ জন নিহত হওয়ার পাশাপাশি ২ জন আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিজেও এ ঘটনায় আহত হয়েছেন। আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর আগ্নেয়াস্ত্রের বিক্রি আগের চেয়ে বেড়েছে।
পার্সটুডে